অন্তরালে তুমি

অন্তরালে তুমি
“সৈয়দা সুলতানা রুমা”

কি নিয়ে বাঁচবো বলো যদি যাও অন্তরালে,,
বেঁচে থাকার মন্ত্র আমায় দাও একটু বলে।।
হতাশার বেড়াজালে বসত আমার,,
জানে শুধু ভগ্নমন,,
তোমার দরজার কড়া নেড়ে তাই বাঁচি কিছুক্ষণ।।
দৃশ‍্যমান কোনো আশা ছিলো না মোর মনে।।
সুখপাখি হয়ে এসেছো আমার,,
আলোক বিহীন জীবনে।।
প্রেমের প্রলাপ ভুলেছি কবেই,,
শিখালে নতুন করে!!
হাতধরে দেখালে সুখ কুটির,,
প্রবেশের অনুমতি দিলে না মোরে!!
বলে দিলে সখা কতো সহজে,,
সুখ খুঁজে নাও অন্যের মাঝে!!
তবে ছিলে কি তুমি অভিনয়ের খেলায়,,
অতি আপন ভেবে তুলে
নিলাম তোমায়,,
আমার স্বপ্নের ভেলায়।।
অভিনয়ে তোমার ছিলাম
অচেতন,,
হেঁটেছি স্বপ্নরাজ‍্যে!!
প্রেমের মায়াজালে বন্দী হয়ে,,
যন্ত্রণা এখন অশ্রুবিসর্জনে!!
অশ্রু সিক্ত জলে ভেজা আমার দু’আঁখি,,
অতীতের প্রেম সদা টানে মোরে,,
দুঃখ বেঁধে আছি একাকী!!
ক্ষণিকের মোহে হাত বাড়িয়ে,,
পড়েছো বুঝি যাঁতাকলে!!
প্রকৃত মানব ভেবেছি বলেই,,
দারুণ ভাবে ঠকালে!!
নারীর চাওয়া তাচ্ছিল্যের জানি,,
এই কঠিন ভবে,,
প্রেমের মূল‍্য দিয়েছেন স্রষ্টা,,
বুঝবে তোমরা কবে??
করছি অনুরোধ,করছি মিনতি,,
খেলো না এমন ভাঙ্গার খেলা!!
শ্রেষ্ঠ বলো ভালোবাসা,,
তবে বসবে সুখের মেলা!!

SHARE THIS ARTICLE