আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ দীর্ঘ ১২ ঘণ্টা পর জানা গেল, ভিভো ইন্ডিয়া সত্যিই আইপিএলের টাইটেল স্পন্সরশিপ থেকে সরে যাচ্ছে। তবে তার ৪৮ ঘণ্টা আগে বিসিসিআই কর্মকর্তারা জানিয়েছিলেন, ভিভো ইন্ডিয়া আইপিএলের ২০২০ সালের সংস্করণের টাইটেল স্পন্সর হিসেবে থাকবে। ভিভো ইন্ডিয়া চীনা জায়ান্ট মোবাইল কোম্পানি ভিভোর স্থানীয় শাখা। উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএল, শেষ হবে ১০ নভেম্বর। বিষয়টি জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। সংযুক্ত আরব আমিরাতে আইপিএল সংশ্লিষ্ট ক্রিকেটার-কর্মকর্তাদের থাকতে হবে না কোয়ারেন্টিনে। তবে সেক্ষেত্রে দেশটির বিমান ধরার আগে এবং সংযুক্ত আরব আমিরাতে পা রাখার পরে তাদের করাতে হবে করোনা পরীক্ষা। যদি গন্তব্যে পৌঁছানোর পর কোনো ক্রিকেটার বা কর্মকর্তার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ আসে তবে তাকে থাকতে হবে কোয়ারেন্টিনে।