আক্তার হোসাইন লুকান, ডাবলিনঃ আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী চিকিৎসক হিসেবে পুনরায় নিজের নাম নিবন্ধিত করলেন, উদ্দেশ্য কভিড-১৯ রোগীর সেবা করা।
আয়ারল্যান্ডের করোনা পরিস্থিতি দক্ষতার সহিত মোকাবিলা করার জন্য ইতিমধ্যে দারুণ প্রশংসা কুড়িয়েছেন আইরিশ প্রধানমন্ত্রী এবার চিকিৎসক হিসেবে পুনরায় নিবন্ধিত হয়ে অনন্য নজির স্থাপন করলেন। প্রধানমন্ত্রী জনাব লিও ভারাতকার একজন কোয়ালিফাই ডাক্তার এবং রাজনীতিতে আসার পূর্বে ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ ৭ বছর চিকিৎসক হিসেবে নিবন্ধিত ছিলেন। এবার দেশের এই ক্রান্তিলগ্নে সংকট মুহূর্তে আবার চিকিৎসক হয়ে জনগণের পাশে থাকার ব্রতী হলেন। আইরিশ টাইমের রিপোর্ট অনুসারে সপ্তাহে একদিন এক শীফট তিনি চিকিৎসক হিসেবে HSE’ তে কাজ করবেন। প্রাধানমন্ত্রী মনে করেন এতে করে কাছ থেকে তিনি কঠিন সময়ে স্বাস্থ্যকর্মীদের দুঃখ কস্ট উপলব্ধি করতে পারবেন।