আগামী ৩১ জুলাই সৌদি আরবে কোরবানির ঈদ

আইয়ুব আলী, খামিজ মুশায়েত, সৌদী আরবঃ সৌদি আরবে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৩১ জুলাই কোরবানির ঈদ উদযাপন হবে।

৩১ জুলাইয়ের আগের দিন পালিত হবে হজ, যদিও মহামারীর কারণে এবার মুসলমানদের এই ধর্মীয় আনুষ্ঠানিকতা এবার পালন হবে সীমিত পরিসরে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়ে থাকে।  

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সোমবার জানিয়েছে, এদিন আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি বলে শীর্ষ ধর্মীয় কাউন্সিলর সিদ্ধান্ত দিয়েছে, মঙ্গলবার হবে জিলকদ মাসের শেষ দিন। বুধবার থেকে শুরু হবে জিলহজ মাস।

করোনা মহামারিতে ব্যতিক্রমধর্মী এক ...

জিলহজ মাসের ১০ তারিখ মুসলমানা ঈদুল আজহা উদযাপন করে থাকে।

বাংলাদেশে এবার কোরবানির ঈদ কবে হবে- সেই তারিখ নির্ধারণে মঙ্গলবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

SHARE THIS ARTICLE