আগুন থেকে সাবধান। হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুন, চিকিৎসক দম্পতি দগ্ধ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ হ্যান্ড সেনিটাইজারে ৭০% এলকোহল থাকে। এই এলকোহল কোনভাবে আগুনের সংস্পর্শে আসলে ভয়াবহ অগ্নিদগ্ধের সম্ভাবনা। প্রসংগতঃ উল্লেখযোগ্য যে অসাবধানতায় ঢাকায় হাতিরপুলের বাসায় জীবানুনাশক সেনিটাইজার সিগারেটের সংস্পর্শ পেয়ে আগুন লেগে যায় আর সেই আগুনে দগ্ধ হয়েছে তরুন চিকিতসক ডাঃ রাজিব ভট্টাচার্য ও তার স্ত্রী ডাঃ অনুসূয়া ভট্টাচার্য। ডাঃ রাজিবের শরীরের ৮৭% আর ডাঃ অনুসূয়ার ২৯% দগ্ধ হয়। তারা বার্ন হাসপাতালে চিকিতসায় আছেন। যতটুকু জানা গেছে, ডাঃ রাজিব বড় বোতল থেকে সেনিটাইজার যখন ছোট বোতলে ঢালছিলেন তখন পড়ে গেলে মুখে থাকা সিগারেটের আগুন কিংবা মশার কয়েল থেকে আগুন ধরে যায়। এতে রাজিব দগ্ধ হন, তাকে বাচাতে এসে অনুসূয়াও দগ্ধ হন।

সিগারেট থেকে হ্যান্ড স্যানিটাইজারে ...

সকলকে অক্সিজেন ও সেনিটাইজার ব্যাবহারে বিশেষ সাবধানতা অবলম্বনের আহবান জানিয়েছেন বিশিষ্ট চিকিতসকবৃন্দ। অক্সিজেন নিজে জলেনা কিন্তু আগুনের সংস্পর্শ পেলে তা আগুনকে জলতে সাহায্য করে। সেনিটাইজারের এলকোহল কত মারাত্নক হয়ে উঠতে পারে তার উদাহরন ডাঃ রাজিবের ঘটনাই প্রমাণ করে দেয়। বর্তমানে অনেকেই ঘরে অক্সিজেন এবং সেনিটাইজার ব্যাবহার করছেন তাই সকলকে অতিরিক্ত সাবধান হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

SHARE THIS ARTICLE