আহ্বান

“আহ্বান”
“সৈয়দা সুলতানা রুমা”

প্রতিজ্ঞা হোক জিতবে তুমি,,
করি আহ্বান।।
বিবাদ নয় সাম‍্য হবে সমানে সমান।।
হারতে যেওনা যুদ্ধে তুমি,,
জীবনের মাঝপথে।।
প্রতিকুলতা ও খুঁজো আলো,,
সামনে এগোতে।।
হোক না যতো কন্টকময়,,
অথবা তিমির পথ।।
প্রান চন্ঞ্চলতায় সামনে হাঁটো,,
রাখো বুকে হিম্মত।।
সকল ব‍্যাথার শোধ নিতে,,
করো মনে শপথ।।
কাঁটা নয় ফুল দিয়ে,,
দাও শোধের আঘাত।।
মান হারিয়ে কাঁদো কেন,,
কলঙ্কের স্বাদ আস্বাদনে??
উজ্জ্বল জীবন খুঁজে নাও,,
আলোর বিকিরণে।।
নরকের আগুন ঢেলেছে গায়ে,,
দুমড়ে যেওনা কভু।।
দৃঢ় পায়ে উঠে দাঁড়াও,,
রক্ষায় আছেন প্রভু!!
অশ্রু ঝরাও একা তুমি,,
সবাই সুখীজন।।
কেমন আছো ভবে তুমি??
শুধাইবেনা স্বজন।।
অবিদ‍্যা মুক্ত জীবন গড়,,
বাঁচো নিয়ে সম্মান।।
সৃষ্টির সেবায় আত্মনিয়োগ,,
করবে তোমায় মহান।।
পাছে লোকের কথায় কভু,,
দিওনা তুমি কান।।
আত্মবিশ্বাস ধরে রাখো,,
হয়ে বলীয়ান।।
দৃঢ় পায়ে হাঁটো সামনে,,
তোমার জগত রঙিন,,
নভঃ সাজে জাগো আবার,,
বাজাও সুখের বীণ।।
অশ্রু মুছে বীরের বেশে,,
দাও দুখের অবসান।।
তুমি ও পারো দেখুক বৈরী,
বন্ধু তোমায় আহ্বান!

SHARE THIS ARTICLE