আহ্বান


আহ্বান

মৌসুমি

সাগরের নীল জল,

আমায় ডাকে।

বৃষ্টির রাশিমালা, আমায় খুঁজে।

প্রবাল দ্বীপের রাজকুমার,

আমার দিকে চায়।

অাকাশের তারাগুলো,

আলো জ্বেলে রয়।

শরতের কাঁশবন, আমাকে সাজায়।

আকাশের মেঘগুলো, দূরে ভেসে যায়।

চাঁদনী রাতে ঢেউগুলো,

জোছনায় খেলা করে।

বাতাস এসে বাতায়নে উঁকি দিয়ে যায়।

SHARE THIS ARTICLE