আয়ারল্যান্ডের একত্রিকরণের মানে এই নয় যে দক্ষিণ আয়ারল্যান্ড উত্তর আয়ারল্যান্ডকে নিয়ে নিবে, এটা হবে সম্পূর্ণ নতুন একটি দেশ।

অনুবাদ – ওবায়দুর রহমান রুহেল:গত সপ্তাহে জার্মানি তাদের একত্রিকরণের ৩০ বছর উদযাপন করেছে।কয়জনই ভেবেছিল যে দুই জার্মানির মাঝখানে গড়া বিভক্তির দেয়ার ভেঙে এক নতুন জার্মানির যাত্রা শুরু হবে? কিন্তু বাস্তবে তাই ঘটেছে এবং খুব দ্রুতই একত্রিকরণের ঘটনাটি ঘটেছিল।ভূরাজনৈতিক পটভূমি আর অর্থনৈতিক স্বার্থের কারণেই দুই জার্মানি একত্রিত হয়েছিল।আয়ারল্যান্ডের ক্ষেত্রেও সম্ভবত ঠিক একই ঘটনা ঘটতে যাচ্ছে যদিও তাতে বিতর্কের অবকাশ রয়েছে।যুক্তরাজ্য হয়তো শীঘ্রই তাদের অখন্ডতা হারাতে যাচ্ছে যদি স্কটল্যান্ড নিজেদের আলাদা হওয়ার জন্য ক্রমাগত চাপ দিতে থাকে।বর্তমানে দুটি আয়ারল্যান্ড একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত থাকার চেয়ে একটি একক আয়ারল্যান্ডের অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে উঠার প্রবল সম্ভাবনা রয়েছে। ১৯৯০ সালে সামগ্র জার্মানি জুড়ে একত্রীকরনের যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল তাতে পূর্ব জার্মানির বিলুপ্তি ঘটেছিল পশ্চিম জার্মানির বশ্যতা স্বীকার করে কিন্তু আয়ারল্যান্ডের ক্ষেত্রে তা কখনো ঘটবেনা। এখানে পারস্পরিক সমোঝোতার ভিত্তিতে একটি সংযুক্ত আয়ারল্যান্ড ঘটিত হবে।

মূল লেখক: ম্যালকম বীর্ণ

(ইন্ডিপেন্ডেন্ট আই পত্রিকায় প্রকাশিত)

SHARE THIS ARTICLE