আয়ারল্যান্ডের মরহুম ফরিদ খানের জানাযার নামাজ বুধবার বাদ যোহর

প্রেস বিজ্ঞপ্তিঃ

মরহুম ফরিদ খানের জানাযার নামাজের ঘোষণাঃ-

আসসালামু আলাইকুম,ডোনেগাল বাংলাদেশী কমিউনিটির সহসভাপতি, বান্ডুরান তাজমহল কারী হাউজের সত্ত্বাধিকারী মরহুম ফরিদ খাঁনের জানাজার নামাজ ও দাফন কার্যক্রম আগামীকাল বুধবার যোহরের নামাজের পর স্থানীয় স্লাইগো কবরস্থানে অনুষ্ঠিত হবে। আয়ারল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশী ভাইদের জানাযার নামাজে অংশগ্রহণ করার জন্য দাওয়াত করা হলো।তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার দরখাস্ত রইল। ঠিকানা SLIGO LEITRIM ISLAMIC CULTURAL CENTRE Mail Coach Rd, Abbeyquarter South, Sligo কভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। ফেইস মাস্ক এবং ২ মিটার দূরত্ব বাধ্যতামূলক। শৃঙ্খলা বজায় রেখে কার পার্ক করার জন্য অনুরোধ করা গেল, স্থানীয় স্বেচ্ছাসেবকরা কার পার্কের ব্যাপারে সহায়তা করবেন। দাওয়াতক্রমে ডাঃ মুহাম্মদ রফিক উল্লেখ সভাপতি বাংলাদেশী কমিউনিটি ইন ডোনেগাল বিশেষ প্রয়োজনে নিম্নোক্ত নাম্বারসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। 0892460540(জুবায়ের আহমদ সোহাগ) 0876808252(আশরাফ ভাই)0899593151(ফারুক হোসেন সুমন)0834816695(ওবায়দুর রহমান রুহেল)0899880877(শাকিল আহমেদ) 0894817973(তানভীর আহমেদ জনি)

SHARE THIS ARTICLE