আয়ারল্যান্ডে কোভিড-১৯ এর কারণে চলমান নিষেধাজ্ঞা ১৮ই মে পর্যন্ত বলবৎ থাকবে

নাসির আহামেদআইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাতকার বর্তমান করোনা পরিস্থিতি পর্যালোচনা করে চলমান নিষেধাজ্ঞা ১৮ই মে পর্যন্ত বলবৎ রাখার সিদ্ধান্ত নেন এবং তিনি ঘোষনা করেন ১৮ই মে থেকে নিষেধাজ্ঞাগুলো ৫টি পর্যায়ে তুলে নেওয়া হবে। 

নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পরেও করোনা ভাইরাসের ভ্যাকসিন যতক্ষন পর্যন্ত বাজারে না আসছে ততক্ষন পর্যন্ত সকলকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে অত্যাবশ্যকীয় করণীয় গুলো পালন করে যেতে হবে।

অন্যথায় এই ভাইরাস কে ধমন করা সম্ভব হবে না।

খুবই সংক্ষিপ্ত আকারে লিও ভারাতকারের ভাষনের একটি অংশ এখানে তুলে ধরা হলো।

যে সকল বিষয়গুলো শিথিল করা হয়েছে সেগুলো হলোঃ

  • ৭০ এর উপরে বয়স্ক ব্যাক্তিরা মঙ্গলবার থেকে বাড়ীর বাহিরে যেতে পারবেন অর্থাৎ যে সকল জনগন কুকুনিং (cocooning) অবস্থায় আছেন তারা অনুশীলনের এবং গাড়ী চালানোর জন্য বাড়ী থেকে বের হতে পারবে শুধুমাত্র এই শর্তে যদি তারা অন্যান্য মানুষের সাথে সমস্ত যোগাযোগ এড়িয়ে চলতে পারেন।
  • শুধুমাত্র অনুশীলনের জন্য বাড়ী থেকে সর্বোচ্চ ৫ কিলোমিটার পর্যন্ত বের হওয়া যাবে, যা পূবে ছিল ২ কিলোমিটার
  • সকল স্কুল নতুন শিক্ষাবর্ষে সেপ্টেম্বর/অক্টোবরে খোলা হবে
  • বহিরাঙ্গনের কর্মীরা (অর্থাৎ বাগান ও নির্মাণকর্মীরা) দুই সপ্তাহের মধ্যে কাজে ফিরতে পারবে
  • খুচরা জিনিস ও যন্ত্রাংশের দোকান, যেমন হার্ডওয়্যার ও গার্ডেন সেন্টার ১৮ই মে থেকে খুলে দেওয়া হবে
  • ১৮ই মে থেকে সাধারণ জনগন কম সংখ্যায় ছোট ছোট গ্রুপ আকারে সাক্ষাত করতে পারবে

প্রধানমন্ত্রী উল্লেখ করেন চলমান নিষেধাজ্ঞাটি ধীর গতিতে ৫ টি ধাপে, তিন সপ্তাহ অন্তর অন্তর খুলে দেওয়া হবে। প্রথম ধাপটি শুরু হবে ১৮ই মে থেকে এবং শেষ ধাপ অর্থাৎ ৫ম ধাপটি শুরু হবে আগষ্ট মাসের ১০ তারিখ থেকে যদি সব কিছু প্রত্যাশিত পরিকল্পনা অনুযায়ী চলতে থাকে।

যদি ভাইরাসটি প্রত্যাশিত নিয়ন্ত্রণে থাকে তবেই নিষেধাজ্ঞাগুলো একটি ধাপ থেকে আরেকটি ধাপে খুলে দেওয়া হবে। যদি ভাইরাসটি অনিয়ন্ত্রিত হয়ে পরে তাহলে সামনের ধাপে না গিয়ে পূর্বের ধাপে আবার ফিরে আসা হবে।

যতক্ষন না পর্যন্ত করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে আসছে, নিন্মের করণীয়গুলো অবশ্যই সকলকে চর্চা করে যেতে হবেঃ

  • সাবান এবং পানি দিয়ে নিয়মিত আপনার হাত ধুতে হবে
  • হাঁচি / কাশি দিচ্ছে এমন ব্যক্তির নিকট থেকে কমপক্ষে ১ মিটার অথবা ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে
  • চোখ, নাক এবং মুখ স্পর্শ করা এড়িয়ে চলতে হবে।
  • হাঁচি অথবা কাশি দেওয়ার সময় নাক এবং মুখ, কনুই বাঁকা করে অথবা টিস্যু দিয়ে ঢেকে নিতে হবে এবং তাৎক্ষনিকভাবে টিস্যুটিকে নির্ধারিত ময়লার ঝুড়িতে ফেলে দিতে হবে
  • সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে এবং একান্ত প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়ার চেষ্টা করতে হবে
  • কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হলে অবশ্যই নিজেই সকলের নিকট থেকে আলাদা (Self Isolation) হয়ে যেতে হবে

আরো বিস্তারিত জানার জন্য নিচের ভিডিওটি দেখুনঃ

SHARE THIS ARTICLE