আয়ারল্যান্ডে পুনঃসূচনা গ্রান্ট প্লাস প্রকল্পটি ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় খোলায় ক্ষেত্রে সহায়তা করবে

মিঠু সরকার – কর্ক প্রতিনিধিঃ আয়ারল্যান্ডের ছোট ও মাঝারি ব্যবসাগুলি পুনরায় খোলা রাখতে, লোকজনকে কাজে ফিরিয়ে আনতে নিদিষ্ট শর্তসাপেক্ষে €৪,০০০ থেকে €২৫,০০০ পর্যন্ত সহায়তা পাবে। এন্টারপ্রাইজ, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী লিও ভারাদকার টিডি গতকাল পুনঃসূচনা গ্রান্ট প্লাস প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশ কার্যক্রম চালু করেছেন। যা ব্যবসায়ীদের জন্য এই আথিক সহায়তা দেবে।হেয়ারড্রেসার, স্পোর্টস ক্লাব, ক্যাফে, রেস্তোঁরা এবং অন্যান্য বেশ কয়েকটি ব্যবসায় এই আর্থিক সহায়তা পুনরায় খোলার সাথে জড়িত ব্যয় এবং এই কঠিন সময়ে ব‍্যবসায়ীদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে।

SHARE THIS ARTICLE