আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন দিতে হচ্ছে অনেক শহরে। কিন্তু অনেকে এই লকডাউন মেনে নিতে পারছেন না। তাই স্বাস্থ্যঝুঁকি থাকা স্বত্বেও তারা নেমে পড়েছেন লকডাউন বিরোধী বিক্ষোভে৷ করোনা পরিস্থিতি খারাপের দিকে গেলেও লন্ডনে হয়েছে লকডাউন বিরোধী বিক্ষোভ৷ বিক্ষোভ মিছিল থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ গত দুই মাসে ব্রিটেনে সংক্রমণ কমলেও তা আবার বেড়েছে৷ এবার দিনে শতাধিক মৃত্যু আর প্রায় ২১ হাজার মানুষ সংক্রমিত হচ্ছে দেশটিতে৷ ব্রিটেনে এ পর্যন্ত আট লাখ ৯৪ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। আর মারা গেছেন ৪৫ হাজারের বেশি মানুষ। এদিকে ইতালিতেও চলছে লকডাউন বিরোধী বিক্ষোভ৷ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার নির্দেশ আসতেই রোম নগরীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের৷ ইতালিতেও করোনার দ্বিতীয় ঢেউ আসতে শুরু করেছে। রোমের মতো নেপলসেও হয়েছে লকডাউন বিরোধী বিক্ষোভ৷