উড়াল মন

উড়াল মন
– ডাঃ জিন্নুরাইন জায়গীরদার

উড়ু উড়ু মন চায়, সকলের হাতধরে উড়তে
খোলামেলা নীলরঙা আকাশের প্রান্তে
সুখী সুখী মন চায় প্রাণভরে হাসতে
সেই কথা যদি আজ, মায়াময় শ্বেতরঙা বলাকারা জানতে
ভীরু ভীরু মন চায় শ্বাসভরে বাঁচতে
সেই কথা যদি আজ, ভাইরাস করোনারা মানতে
সাদা সাদা মেঘগুলো, উড়ে উড়ে ভাসছে
দুখী মন নিয়ে আজ, লাখো মন ঘরে বসে কাঁদছে
হৈ হৈ রৈ রৈ, আত্নারা নাচছে
বৈশ্বিক মহামারী, দ্রুতলয়ে শক্তিতে কাঁপছে
দেশে দেশে, ক্ষমতার সিড়ি ধরে, শাসকেরা হাঁটছে
সুগভীর প্রান্তরে, প্রমত্ত সিংহীরা সকরুণ হুংকারে সাজছে
উঁচু নিচু ঢেউ তোলে, সাগরের নোনাজল বাড়ছে
কোথাও না কোথাও, শ্বেত পতাকার পাখা কেউ নাড়ছে
বালুকা বেলায় আজ কেউ বুঝি আশা নিয়ে আসছে
সে আশায় মরুভূমে, জেগে থেকে সারা রাত,
নীপবনে কারা যেন জীবনের বাসভূমে বাসছে।।

SHARE THIS ARTICLE