একদিনেই তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত, ক্রিকেট প্রেমি জাতি হতাশ

শিপন দেওয়ান – আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের থাবা দিন দিন বিস্তৃত হচ্ছে। এতে আক্রান্ত হচ্ছে নানা শ্রেণি-পেশার মানুষ। এবার ক্রিকেটাঙ্গনে থাবা বসিয়েছে প্রাণঘাতী ভাইরাসটি। একদিনেই মাশরাফি বিন মুর্তজা ও নাফিস ইকবালের পর এবার বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল ইসলাম অপুও কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমিত হয়েছেন। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট দলের বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার নাজমুল ইসলাম অপুর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। নাজমুল নিজেই গণমাধ্যমকে খবরটি জানান। তিনি বলেন, গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ দুপুরেই রেজাল্ট পেয়েছি। পজিটিভ এসেছে। এখন বাসায় আইসোলেশনে আছি। এর আগে শনিবার বিকালে জানা যায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, গত তিনদিন ধরে জ্বর ও শরীর ব্যাথায় ভুগছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। গত বৃহস্পতিবার তিনি করোনা পরীক্ষার জন্য ঢাকায় নমুনা দেন। রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। তিনি এখন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এর আগে গত সোমবার (১৫ জুন) করোনা আক্রান্ত হন মাশরাফির শাশুড়ি হোসনে আরা। এদিকে বাংলাদেশ দলের আরেক সাবেক ক্রিকেটার এবং ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবালও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামে নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। দশদিন আগে শরীরে জ্বর ও ব্যথা অনুভব করেছিলেন নাফিস। পরে করোনা টেস্ট করালে ফলাফল পজিটিভ আসে। ধীরে ধীরে শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন। খাবারে তেমন স্বাদ পাচ্ছিলেন না। অবশ্য এখন ভালো আছেন নাফিস। ধীরে ধীরে সুস্থ অনুভব করছেন সাবেক এ ব্যাটসম্যান।

SHARE THIS ARTICLE