
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃসাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত সচিব, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য মেজর (অব) খালেদ আখতার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার ভোর ৬টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) মারা যান তিনি।

খালেদ আখতার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক যাবত সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।
প্রয়াত এরশাদের দীর্ঘ সময় একান্ত ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি পার্টির প্রেসিডিয়াম সদস্য, কোষাধ্যক্ষসহ অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
পল্লীবন্ধু মারা যাবার পূর্বে স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তি ট্রাস্টের নামে লিখে দিয়ে যান। ছেলে এরিখের ভরণপোষণের জন্য গঠিত এই ট্রাস্টে নিজের একমাত্র আত্মীয় ও ভাগনে খালেদ আখতারকে রেখেছিলেন ট্রাস্টি হিসেবে।