করোনা ভাইরাসের কারনে আয়ারল্যান্ড লকডাউন

আইরিশ বাংলাপোষ্ট ডেস্ক রিপোর্টঃ আজ নতুন করে তিনজনের মৃত্যুর ঘোষণা আসার পর প্রধানমন্ত্রী লিও ভারাতকার লকডাউনের ঘোষণা দিলেন যা কার্যকর হবে আজ মধ্যরাত থেকে এবং চলমান থাকবে এপ্রিলের ১২ তারিখ পর্যন্ত।
যা করা যাবে না
🔺প্রায় সব দোকান বন্ধ থাকবে। মুদী দোকান ও ফার্মেসি ছাড়া।
🔺বাসার সামনে পরিবারের সবাই একত্রিত হওয়া যাবেনা।
🔺গণ পরিবহন চালু থাকবে শুধু মাত্র অতি গুরুত্বপূর্ণ কর্মীদের জন্য, যেমন স্বাস্থ্যকর্মী,ফার্মেসী, গ্রোসারী,রিসার্চ অফিসার, পেট্রল ষ্টেশন কর্মী, ফায়ার সার্ভিস কর্মী।
🔺বাসা থেকে ২ কিলোমিটারের(১.২মাইল) বেশী দূরত্ব অতিক্রম করা যাবেনা।
🔺৭০ বছরের বেশী বয়স্কদের এবং যাদের ক্রনিক ডিজিজ আছে তাদের ঘর থেকে বেড় হতে নিষেধ করা হয়েছে।
🔺ক্রমেই বিশ্বজুড়ে মারাত্মক আকার ধারণ করা করণা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রধানমন্ত্রী লক ডাউনের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন।
🔺প্রধানমন্ত্রী দেশের আবাল বৃদ্ধ বনিতা সবাইকে একে অন্যের ভাল চাইলে দয়া করে ঘরে থাকার আকুতি জানান।
🔺আপনার এই আত্নত্যাগটুকু প্রমাণ করবে আপনি আপনার পরিবার ও বন্ধু বান্ধবদের ভালবাসেন।

সূত্র স্কাই নিউজ

SHARE THIS ARTICLE