করোনা ১৯

করোনা ১৯

মৌসুমি

ধরনা কাউকে ঠিকই তুমি,

কেউ এলে তুমি ছাড়না।

ধর্ম,বর্ণ, দেশ,জাতি, নেই ভেদাভেদ তোমাতে।

প্রিয় মানুষটি যখন সংক্রমিত,

যাই না তার কাছে।

তার ছোঁয়াতে অামার হবে, এই ভাবনাই থাকে।

দূর থেকে শুধু প্রার্থনায়, আসবে ফিরে পাশে।

প্রটোকল মেনে কবর দেয়া,

সেই দৃশ্য চোখে ভাসে।

জীবনের সংজ্ঞা আজ ধুসর,

একই সারিতে দাঁড়িয়ে সবাই।

আবেদন আজ এইটুকু থাক,

জাগ্রত হও মানবতা,বিবেক।

SHARE THIS ARTICLE