আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ ক্যালিফোর্নিয়ার দাবানলকে ‘বড় ধরনের দুর্যোগ’ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটির জন্য কেন্দ্রীয় তহবিল থেকে অর্থ ছাড় করেছেন তিনি। গত সপ্তাহে ১২ হাজারেরও বেশি বজ্রপাতের পর ক্যালিফোর্নিয়াজুড়ে ৫৮৫টি ছোট-বড় দাবানল সৃষ্টি হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও ১৪ হাজারেরও বেশি দমকল কর্মী প্রাণপণ লড়ে যাচ্ছেন। দাবানলে ছয়জনের মৃত্যু হয়েছে।
ঘরছাড়া হয়েছে প্রায় দুই লাখ মানুষ। পুড়ে ছাই হয়েছে প্রায় ১০ লাখ একর জমি। আগুনের শিখা ক্যালিফোর্নিয়ার বিগ বেসিন স্টেট পার্কে থাকা দুই হাজার বছরের পুরনো বেশ কয়েকটি গাছকে ঝলসে দিয়েছে।
মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে পার্কের ঐতিহাসিক দর্শনার্থী কেন্দ্রও। পার্কটির ৩৩০ ফুট উঁচু কিছু গাছও ভেঙে পড়েছে।