জাগো বাঙ্গালী জাগো

জাগো বাঙ্গালী জাগো

এ,কে, আজাদ

গর্বিত জাতি হিসেবে আমি নির্বাক
আজ আমি লজ্জিত,
চারিদিকে অন্যায় ,অনাচার
সমাজ আজ বড্ড দূষিত।

চেয়ে দেখো আজ জন্মসভূমি
লাঞ্চিত হয়ে কাঁদছে কত নারী?
স্বাধীন দেশের স্বাধীনতা আজ
হয়েছে হায়ানা্দের খবরদারি।

আর কত চেয়ে দেখবে ?
কত শুনবে ধর্ষিত বোনের কান্না?
ওদের আর্তনাদে ভাঙ্গবে কি এবার ঘুম?
ভাসাবে কি প্রতিবাদের বন্যা?

এ কেমন নেতা করছে চুরি
হতভাগার ত্রাণের চাল?
হচ্ছে গুম, হচ্ছে খুন
বাকরুদ্ধ আর কত কাল?

জাগো নবীন, জাগো প্রবীণ, জাগো মানবতা
চলে আসো আজ রাজপথে,
আর নয় অবলা নারীর আর্ত-চিৎকার
জাগো বাঙ্গালী একসাথে।

এবার যুদ্ধ হবে হায়ানাদের বিরুদ্ধে
আর নয় অলসতা নয় কোন সংকীর্ণতা,
সাধ্য কার ? কে রুখাবে মোদের ?
আমরা ঐক্য বীর বাঙ্গালী আমজনতা।

ঘুনে ধরা সমাজে কাঁপুনি ধরাতে
রাজপথে হও আগুয়ান,
আন্দোলনের উত্তপ্ত মশাল জ্বালাও,
দীপ্ত কণ্ঠে শপথ করো,ওড়াও নিশান।

SHARE THIS ARTICLE