জীবন

জীবন
       এ, কে, আজাদ

জীবন, জীবনরে,
আর কত দিন বাজাবি বিষের বীণ
শুনাবি বৈষম্যের গান,

তোরই কারণে আমার এ প্রাণ আমার এ জীবন
যেন আমারই সাথে করছে অভিমান।
আমি ভালোবাসায় ভাসিয়ে দিতে
চেয়েছিলাম তোরই দেহ খানি,
তুই অভিমানী; বিষাদের অলংকার
আমার এ জীবনে আমি কি পেয়েছি তোর কাছে?
দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর হাহাকার।

হে জীবন, আমি জানতে চাই তুই কার?
আমার, নাকি বিলাস বাবুদের অতন্দ্র প্রহরী?
যদি আমারই হতে; তবে আমি কেন
পথে পথে ভব ঘুরি?

আমার কি অপরাধ?
তোরই বিষানলে পরে যাই তলে
সারা দিন রাত কেঁদে কেঁদে মরি
আবার খুঁজি তোরে এই অনলে।

আমি বাঁচতে চাই, বিলাস বাবুদের মত নই
তাদের ধিক্কায় ধিক্কিত হয়ে নই
গুনীদের শিক্ষায় শিক্ষিত হয়ে স্বগৌরবে,
আমি বাঁচতে চাই, কারও করুণায় নই
সকলের ভালোবাসার সৌরভে।

একি হলো? সবই দেখি কালো
আমার এ দু’নয়নে,
আমি তোরে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখি
সুখের স্বপ্ন আঁকি,আশায় আশায় থাকি
প্রদীপ জ্বালাবে আমার জীবনে।

হে জীবন, জীবনরে, আর কত দিন?
আর কতদিন বাজাবে বিষের বীণ
থাকবে তোর অভিমান?
আমি আর পারছিনা সইতে তোর বোঝা বইতে
ক্লান্ত আমার এ প্রাণ।

আমি বাঁচতে চাই, আমি মুক্তি চাই
আমি গাইতে চাই সাম্যের গান,
হে জীবন, জীবনরে, আর কত দিন?
আর কত দিন চিবিয়ে খাবি আমার এ প্রাণ?

SHARE THIS ARTICLE