তানহা রহমানের সম্পূর্ন কোর’আন হেফজ করার কৃতিত্ত্ব অর্জন

প্রতীকি ছবি

এ,কে,আজাদ – আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ইসলামিক কালচারাল সেন্টার অফ কিলারনি মাদ্রাসায় অধ্যায়নরত তানহা রহমান (১৩) সফলতার সাথে সম্পূর্ণ কোরআন হিফজ করার কৃতিত্ব অর্জন করেছেন। হাফেজা তানহা রহমান কিলার্নি নিবাসী প্রবাসী বাংলাদেশী জনাব শেখ সেলিম রহমান ও নাজমা রহমানের কন্যা। কিলার্নি মাদ্রাসার পক্ষ থেকে এই ব্যাপারে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করা হয়েছে। আমাদের জানামতে আয়ারল্যান্ডে এই প্রথম কোন বাংলাদেশি বংশোদ্ভূত কোরআনে হাফেজা হলেন। কিলার্নি মাদ্রাসাটি দীর্ঘদিন থেকে ধর্মীয় শিক্ষা প্রদান করে আসছে। এই মুহূর্তে এই মাদ্রাসার ছাত্র ছাত্রী সংখ্যা ১৪০ জন এবং ইতিমধ্যে ২৩ জন সম্পুর্ন কোর’আন পাঠ সম্পন্ন করেছেন। এই মাদ্রাসায় সপ্তাহে ৬ দিন শিক্ষা প্রদান করা হয়। “ইসলামিক কালচারাল সেন্টার অফ কিলারনির সভাপতি এবং অল বাংলাদেশী এসোসিয়েশন অব আয়ারল্যান্ড (আবাই) এর প্রথম নির্বাচিত মহাসচিব ইকবাল মাহমুদ এই ব্যাপারে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে জানান যে, তারা একটি পূর্ণাঙ্গ মসজিদ, মাদ্রাসা, ফিউনারেল সার্ভিস এবং অন্যান্য ধর্মীয় সেবা প্রদান করছেন। তিনি সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন। আইরিশ বাংলা পোস্টের পক্ষ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং তানহা রহমানকে সাফল্যের জন্য অভিনন্দন। আমরা এই মাদ্রাসার উত্তোরত্তর সফলতা কামনা করি এবং কৃতি ছাত্রী তানহার উজ্জ্বল ভাবিষ্যত কামনা করছি।

SHARE THIS ARTICLE