তোমায় খুঁজি

তোমায় খুঁজি
      এ, কে, আজাদ

খোলো খোলো, হে আকাশ, স্তব্ধ তব নীল বন্ধনী
খুঁজে নিতে দাও মোরে আনন্দের হারানো নন্দিনী।
সেই কবে যে এসেছিল আমার হৃদয়ে যুগান্তরে

কোথায় আমি পাব তারে কোন সে প্রান্তরে?
লয়ে তার ভালোবাসা হলাম চির ঋণী!
দিগন্তের কোন্ পারে চলে গেল আমার নন্দিনী???
খোলো খোলো পিঞ্জর তোমার, হে মোর ধরণী
কোথায় তারে লুকিয়েছ, করেছ তারে বন্দিনী।
কতো দিন দেখিনি তারে আমার হৃদয় বন্দরে
বলো বলো একি হলো আমার অন্তরে?
জ্বলে পুড়ে ছারখার পিন পিন ব্যথায়
হারিয়ে খুঁজি তারে, বলো সে আছে কোথায়?
হে পবনের পাখি যদি পাও তারে বলিও আদরে
আমার দু’টি আখি শূণ্য মরুদ্যাণ,
তারে ছাড়া আমি নিঃস্ব দিবাযামী
সে যেন ফিরায় আমার প্রাণ

(সংক্ষেপন)

SHARE THIS ARTICLE