আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ অর্থনীতিবিদরা বলছেন, প্রকৃত চিত্র হলো বৈষম্য বৃদ্ধি ও আয় কমেছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গতকাল জানিয়েছে বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে বার্ষিক ২০৬৪ ডলার হয়েছে। টাকায় যার পরিমাণ প্রায় ১৭৫৫০৮ টাকা। গত বছর বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১৯০৯ ডলার।, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহম্মদ তাজুল ইসলাম জানান, এটি মার্চ পর্যন্ত অর্থনীতির ট্রেন্ডগুলো নিয়ে করা হয়েছে। গত বছর জিডিপির হার কমলেও মোট জিডিপি বেড়েছে এই হিসাবে আয় বেড়েছে। তবে তিনি বলেন, আয়ের সঙ্গে বৈষম্য বেড়েছে, অর্থমন্ত্রণালয়ের বাজেট তথ্য বলছে, গত বছর জিডিপি ২৮ লাখ ৮৫ হাজার কোটি টাকা থেকে কিমিয়ে ২৮ লাখ ৫ হাজার কোটি টাকা হয়েছে, তবে ২০২০ সালে মোট জিডিপি ৩১ হাজার ৭১ হাজার কোটি টাকা ধরা হয়েছে, ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার তথ্যে বলা হয়েছে ভারতের মাথাপিছু আয় আগের ১ লাখ ৫২ হাজার কোটি রুপি থেকে কমে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা হয়েছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা, এই হিসাবে বাংলাদেশের মানুষের আয় এখন ভারতের চেয়েও ১০ হাজার কোটি টাকা বেশি, সিপিডির হিসাবে দেশে দারিদ্রের হার বেড়েছে বর্তমানে মোট জনসংখ্যার ৩৫ শতাংশ দারিদ্র, এই সময়ে ধনীদের আয়ের সঙ্গে দরিদ্রদের বৈষম্য বাড়ছে ১৬ শতাংশ। দেশের মোট সম্পদের ৭৫ শতাংশই এখন ২৫ ভাগ মানুষের হাতে, অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন সরকার যাই বলুক আমাদের হিসাব মানুষের আয় কমেছে। পরিসংখ্যান ব্যুরোর এই তথ্য মানুষের প্রকৃত আয়কে প্রকাশ করেনি।