আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে খেলে বহু উপকার পাওয়া যেতে পারে। দীর্ঘদিন ধরে এটি আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাংগাল উপাদান। আর দুধে রয়েছে ভিটামিন এ, বি, ডি। ফলে এ দুটির মিশ্রণ স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী।
• দুধ ও মধুর মিশ্রণ ঘুমে সাহায্য করে। মাথাব্যথা কমাতেও সহায়তা করে। ফলে যাদের দীর্ঘদিনের সমস্যা আছে ঘুমের, তারা এটি নিয়মিত পান করতে পারেন। তাতে উপকার পাবেন।
• শক্তি ও কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি। মনে রাখতে হবে মিশ্রণটি একাধিক প্রোটিনের সমাহার। যা শরীরে শক্তি যোগায়। আপনাকে আরও শক্তিশালী করে তোলে।
• এ মিশ্রণ আপনার হাড়ের শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া এতে হজমও ভালো হয় বলে দাবি করেছেন চিকিৎসকরা। এটি হজমশক্তি বাড়ায়।
• মধুকে বলা হয় ‘জীবন সুধা’। আদিকাল থেকে এটি অনেকে ব্যবহার করে আসছেন। ফলে আপনি তা নিশ্চিন্তে খেতে পারেন। এতে দ্রুত বার্ধক্য সম্ভাবনা রোধ করা যায়।
• এছাড়া দুধ ও মধুর মিশ্রণ খেলে ত্বকের উজ্জ্বল্য বাড়ে। প্রাকৃতিক উপায়ে উজ্জ্বল ত্বক পাওয়ার এটি একটি ভেষজ ওষুধের মতোই বলা যায়।
• শারীরিক সবধরনের দুবলতা দূর করে দুধ ও মধুর মিশ্রণ। এটি আজীবন তারুণ্য ধরে রাখে। পাশাপাশি যৌন ক্ষমতা বৃদ্ধি করে।