ধোঁয়াশা

প্রচ্ছদঃ এ,কে,আজাদ

ধোঁয়াশা
“সৈয়দা সুলতানা রুমা”

অনিন্দ‍্য কাশফুলে খুঁজি তোমার অনুভূতি,,
কখনও সাদা মেঘের ধোঁয়ায়!!
দিনের আলোয় খুঁজি তোমাকে,,
কখনও আবার রাতের নিস্তব্ধতায়!!


তোমার মিষ্টি বকুনি খুঁজি,,
সূর্য‍্যের রক্তিম আভায়!!
তোমার বেখেয়ালী মন দেখি,,
দখিনের মৃদু হাওয়ায়!!


আমার চোখের আয়নায় খুঁজি,,
তোমার অনবদ‍্য হাসি!!
কল্পনার অনুভূতিতে জাগ্রত তুমি,,
যন্ত্রণা ঘুচায় নয়নের জলরাশি!!


আমি খতিয়ে বেড়াই সমুদ্র তল,,
কখনও সমুদ্র পাড়ের ডুবুরি হয়ে!!
ঝিনুকের বুকে দেখি মুক্তোর সুখ,,
প্রেমে রেখেছে আগলিয়ে!!


ভাবনাতে আমি একাই মজি,,
তোমার প্রেমের নমুনা খুঁজি!!
কখনও আলো তুমি,,
আবার হও আলেয়া!!
কখনও দেখি তোমার প্রেম,,
আবার তুমি মিছে মায়া!!


তমসার চাদর রেখেছো টেনে,,
রয়েছো তুমি রহস্যের আচ্ছাদনে!!
সত‍্য প্রেমের যোদ্ধা হয়ে,,
তোমার বুকের পাজরে মোরে,,
রাখবে কি লুকিয়ে??


মিছে শঙ্কার অবকাশ দিয়ে,,
মনের উনুনে জাগাও বরষা!!
বন্ধনের পথ করে মসৃন,,
সরিয়ে দাও মোর সকল ধোঁয়াশা!!

SHARE THIS ARTICLE