আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ রাশিয়ার বিরোধী ব্যাক্তিত্ত্ব আলেক্সি নাভালনিকে নার্ভ এজেন্ট নভিচক প্রয়োগের প্রমাণ পেয়েছে জার্মানী। গতকাল বুধবার জার্মানীর চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের মুখপাত্র স্টিফেন সেইবার্ট এটা নিশ্চিত করে বলেছেন যে, আলেক্সি নাভালনিকে সোভিয়েত আমলের রাসায়নিক অস্ত্র নভিচক প্রয়োগ করা হয়েছে এব্যাপারে জার্মানির বিশেষ সামরিক গবেষণাগারে পরীক্ষায় নিশ্চিত প্রমাণ মিলেছে। ৪৪ বছর বয়স্ক আলেক্সি নাভালনি রাশিয়ার একজন রাজনীতিবিদ এবং দুর্নীতি বিষয়ক অন্বেষণকারী। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের একজন কঠোর সমালোচক। গত ২০শে আগস্ট সাইবেরিয়া থেকে মস্কোগামী উড়োজাহাজে যাত্রাকালীন তিনি অসুস্থ হয়ে পড়লে উড়োজাহাজটি সাইবেরিয়ার অমস্ক শহরে জরুরী অবতরণ করে। অমস্কের একটি হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা প্রদানের পর জার্মানীর বার্লিনের চ্যারিটি হাসপাতালে বিশেষ ব্যাবস্থায় তাকে নিয়ে আসা হয়। নাভালনি এখনো আই সি ইউ তে ভেন্টিলেটরে আছেন তবে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে। নভিচক এক ধরনের মিলিটারি গ্রেড নার্ভ এজেন্ট। এটা কারো শরীরে প্রয়োগ করা হলে এই কেমিকেল মানুষের শরীরের এসিটাইল কোলিনাস্টারেজ নামক এনজাইমকে তার কাজ করতে বাধা প্রদান করে যার ফলে স্নায়ুতন্ত্র অকেজো হয়ে পড়ে, এতে করে মানুষের শ্বাস যন্ত্র, হার্ট, ব্রেন এসকল অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে পারেনা। খিচুনি থেকে শুরু করে কার্ডিয়াক এরেস্ট, কোমা এমনকি মৃত্যু পর্য্যন্ত ঘটাতে সক্ষম এই এজেন্ট। প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য যে, বছর দেড়েক আগে লন্ডনে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে একই এই বিষ প্রয়োগ করা হয়েছিলো। জার্মানী সহ বিশ্বের অনেক দেশ এই সংবাদকে দুঃখজক আখ্যা দিয়ে এই ঘটনার জন্য নিন্দা প্রকাশ করেছে। অনেকেই এই ঘটনার সঠিক তদন্ত দাবী করেছেন। সূত্রঃ আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, বি বি সি, সিবিসি