নির্বাচনে যেই জিতুক ইরানের মার্কিন নীতিতে প্রভাব পড়বে না:খোমেনি

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি মঙ্গলবার (৩ নভেম্বর) বলেছেন মার্কিন নির্বাচনের ফলাফল ওয়াশিংটনের প্রতি তেহরানের নীতিতে কোনো প্রভাব পড়বে না। খবর রয়টার্সের।

দেশটির টিভিতে দেওয়া এক লাইভ বার্তায় তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের নীতি স্পষ্টভাবে নির্ধারিত। ব্যাক্তির আন্দোলনে এতে কোনো পরিবর্তন আসেনা। কে আসল বা গেল আমাদের তাতে কিছু আসে যায় না”

১৯৭৯ সালের তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস অবরোধের বার্ষিকী উদযাপন পালন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে খোমেনি এসব কথা বলেন।

তিনি বলেন, গুপ্তচরের গুহায় ছাত্রদের সেদিনের আক্রমণ যথাযুক্ত এবং বুদ্ধিমত্তার পরিচায়ক ছিল।

সেদিন কট্টর ইসলামপন্থী শিক্ষার্থীরা দখল করে নিয়েছিল তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস৷ ৫২ জন কর্মকর্তাকে জিম্মি করে রাখা হয়েছিল ৪৪৪ দিন৷ এই ঘটনার ফলে চির বৈরী হয়ে পড়ে ইরান এবং যুক্তরাষ্ট্র৷

দিনটিকে প্রতি বছর ছাত্র দিবস হিসেবে পালন করে থাকে ইরান। এ বছর করোনার কারণে সব সমাবেশ ও অন্যান্য অনুষ্ঠান বাতিল করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।

SHARE THIS ARTICLE