পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী।

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ অসুস্থতার কারণ দেখিতে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। গতকাল শুক্রবার বিকেলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করে। এর আগে, জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং শিনজো অ্যাবের দল ডেমোক্র্যাট পার্টি তিনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানায়। শিনজো অ্যাবে বলেন, ‘রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার স্বাস্থ্য বাধা হয়ে দাঁড়াক তা চান না তিনি। মেয়াদ শেষ করার আগেই পদত্যাগ করায় জাপানের নাগরিকদের কাছে ক্ষমা চান শিনজো অ্যাবে। শিনজো অ্যাবে জাপানের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে’র প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে অসুস্থ। গত দুই সপ্তাহে তাকে কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে। তার স্বাস্থ্যের অবনতি ঘটছে বলে ধারণা করা হচ্ছে। তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। শিনজো যে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গেছেন, সে বিষয়েই সংবাদ সম্মেলনে কথা বলবেন।

SHARE THIS ARTICLE