আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের একাংশের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে সরব হয়েছে অনেকেই। যার মধ্যে করণ জোহর, যশরাজ ফিল্মস, সালমান খান এবং মহেশ ভাটদের নাম রয়েছে সবার আগে। ফলে সুশান্তের মৃত্যুর পর থেকেই করণ জোহরদের উপর রাগ, ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন নেট জনতার একাংশ। এবার সেই প্রভাব পড়লো ‘কফি উইথ করণ’ নামে জনপ্রিয় একটি টক শোয়ের উপর। ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট চ্যানেল কতৃপক্ষ এবার ‘কফি উইফ করণ’ এর সম্প্রচার ভারতে বন্ধ করে দিতে চেয়েছেন। ভারতবর্ষে সংশ্লিষ্ট সংস্থার কোনো চ্যানেলেই যাতে আর ‘কফি উইফ করণ’ এর সম্প্রচার না হয়, সে ব্যাপারে তোড়জোড় শুরু করা হয়েছে। ‘কফি উইথ করণ’ এর আসনে বসে বার বার সেলেবরা বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ। করণের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কখনো বিতর্কে জড়ান কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া কখনো আবার আলিয়া ভাট, কারিনা কাপুর খান, দীপিকা পাডুকন, সোনম কাপুরেরা। ফলে ‘কফি উইথ করণ’ এর বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। সেই অভিযোগ এবার আরো জোরালো হলো প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। কফি উইফ করণের অনুষ্ঠানে বসে বলে সঞ্চালককে পাল্টা প্রশ্ন করেন আলিয়া ভাট। স্টুডেন্ট অফ দ্য ইয়ারের প্রমোশনে হাজির হয়ে ঘটে ওই ঘটনা। কিন্তু সুশান্তের মৃত্যুর পর করণের শোয়ের ওই পুরনো ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপর থেকে জোর কদমে বিতর্ক শুরু হয়ে যায় ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে। প্রসঙ্গত প্রয়াত অভিনেতা সুশান্তের মৃত্যুর পর মামি ফিল্ম ফেস্টভ্যালের বোর্ড থেকে ইস্তফা দেন করণ জোহর। করণের পাশাপাশি আলিয়া ভাট, সোনম কাপুর, সোনাক্ষী সিনহাদেরও নাম করেও জোরদার বিতর্ক শুরু করেন নেট নাগরিকরা।