বাংলাদেশী রেষ্টুরেন্ট শাপলার পক্ষ থেকে লেটারকিনি হাসপাতালের আই সি ইউ থিয়েটারে খাবার বিতরণ।

ওবায়দুর রহমান রুহেল- ডোনেগাল থেকেঃকরোনা যুদ্ধের সম্মুখ সৈনিক লেটারকিনি ইউনিভার্সিটি হাসপাতালের আইসিইউ থিয়েটারের ডাক্তার,নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদের স্থানীয় বাংলাদেশী রেষ্টুরেন্ট ” শাপলা ইন্ডিয়ান কুইজিন এর” পক্ষ থেকে দুপুরের খাবার বিতরণ করা হয়। উক্ত খাবার বিতরণের মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোনেগাল বাংলাদেশী কমিউনিটির চেয়ারপার্সন ডাঃ মুহাম্মাদ রফিক উল্লাহ, শাপলা রেষ্টুরেন্টের ম্যানাজার ফারুক হোসেন সুমন,ডনেগাল বাংলাদেশী কমিউনিটি ব্যক্তিত্ব জনাব ইমরান হোসেন ও জনাব ওবায়দুর রহমান রুহেল।রেষ্টূরেন্টটির সত্ত্বাধিকারী জনাব শাহ শাহাজাহান মিয়া বলেন ” বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সম্মুখ যুদ্ধের সৈনিক এসব ডাক্তার নার্সদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্ববোধ করছি। তিনি আরও বলেন লেটারকিনি ইউনিভার্সিটি হাসপাতালের অনেক স্টাফ আমাদের রেস্টুরেন্টের নিয়মিত ক্রেতা, যারা দীর্ঘদিন ধরে এই ব্যবসা প্রতিষ্ঠানকে সাপোর্ট করে আসছেন আজ এই দুঃসময়ে তাদের পাশে থেকে আমরা তাদের মানসিক শক্তি যোগাতে চাই পাশাপাশি এটাও বলতে চাই পর্যায়ক্রমে এক এক করে আমরা হাসপাতালের বিভিন্ন ইউনিটে খাবার বিতরণ কার্যক্রম চালিয়ে যাব”। ডোনেগাল বাংলাদেশী কমিউনিটির চেয়ারপার্সন ডাঃ মুহাম্মাদ রফিক উল্লাহ বলেন আয়ারল্যান্ডের বাংলাদেশী কমিউনিটির ব্যবসায়ীবৃন্দ এসব কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমাদের কমিউনিটির মুখ উজ্জ্বল করছেন।

SHARE THIS ARTICLE