বাবা

বাবা
মৌসুমি আক্তার

বাবা তুমি আমার নিয়ে স্বপ্ন দেখ অনেক।
আমাকে তুমি দাঁড় করাও
জ্ঞাণী গুনীরজনে।
একদিন আমি বড় হব
এই আশাই বুকে বাঁধ।
সবকিছু তুমি বিলিয়ে দিয়ে
করলে আমার বড়
তুমি আমার স্বপ্ন বাবা, তুমি আমার আলো।
তুমি আমার বেঁচে থাকা
তুমিই আমার ভালো।
আমার সকল ভুলে বাবা
তুমি জাগাও আশা।
আমার সকল বোকা কাজে
তোমার চেপে হাসা।
বাবা তুমি কি চাও আমার কাছে বল।
আমি তোমার মুঠোয় দিব বিশ্বটাকে এনে।
বেঁচে থাক দুধে ভাতে এটাই আমি চাই।
এ ছাড়া যে আমার আর কিছুই চাওয়ার নাই।

SHARE THIS ARTICLE