বিশ্বাসের নিঃশ্বাস নাই
ডাঃ জিন্নুরাইন জায়গীরদার
চারিদিক অন্ধকার গভীর, মিটি মিটি জ্বলছে নক্ষত্র
আকাশে মেঘের ঘনঘটা, ঘন ঘন বিদ্যুতের চমক
গর্জনে উন্মত্ত গগন, সংবর্ত মূর্ছিত জীবন
শ্রান্তিতে বিচূর্ণ বিশ্বাস
ক্লান্তিতে অবসন্ন নিঃশ্বাস
এক ফোটা জল দাও
সীমাহীন বল দাও
রিক্ত সিক্ত আত্নার অতৃপ্ত লড়াই
অসীম সাগর তলে ঝিনুক কুড়াই
কোথাও বিশ্বাসের নিঃশ্বাস খুঁজে নাহি পাই।
ফাঁকে ফাঁকে সূর্য্য রশ্নি মেলছে অনন্ত ডানা
কান পেতে শোনা যায় বিশ্বাসের আর্তনাদ
গলা চেপে ধরেছে, সরীসৃপ জীব জন্তু
ফুরোচ্ছে বাতাসে বিশ্বাস
নিমজ্জিত সাগরে নিঃশ্বাস
এক ফোটা অক্সিজেন দাও
অফুরন্ত অক্সিজেন দাও
অধীর উষ্ণতায় জীবন হারিয়েছে চড়াই
উত্তপ্ত বালুকাবেলায় দুরন্ত মরুঝড় হাওয়ায় ঊড়াই
কোথাও বিশ্বাসের নিঃশ্বাস খুঁজে নাহি পাই।।