আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বৈরুত বিস্ফোরণের পর টানা বিক্ষোভে চাপের মুখে অবশেষে লেবানন সরকার পদত্যাগের ঘোষণা দিয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে লেবাননের রাষ্ট্রীয় টিভিতে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী হাসানা দিয়াব।
প্রধানমন্ত্রী তার পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে পদত্যাগ করেন দেশটির বিচারমন্ত্রী, তথ্যমন্ত্রী ও পরিবেশমন্ত্রী। কিন্তু বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ছিলেন। পরে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় পদত্যাগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী।
হাসানা দিয়াব তার ভাষণে বলেন, সরকারের বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত। এ কারণেই ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাদের নিয়ে বেশিদূর চলা অসম্ভব। তাই সরকারের পদত্যাগ ছাড়া কোনো পথ খোলা নেই।
প্রসঙ্গত, গত ৪ আগস্টের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে এবং এখনও নিখোঁজ ১১০ জন। এতে আহত হয়েছেন আরও ৬ হাজারের বেশি মানুষ।