ভৈরবে ছোট বোনকে বাঁচাতে জীবন দিল বড় বোন

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে পানিতে ডুবে লামিয়া (৬) ও প্রিয়া (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া রেলগেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শিশু দুটি আপন দুই বোন এবং ওই এলাকার দুলামিন দুলাল মিয়ার মেয়ে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

২৩ জুলাই বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুপুর ১টা ৪৫ মিনিটের সময় এই ঘটনা ঘটে।

জানিয়েছে দুপুরে মৃত্য শিশুর  মা গোসলে যায় এবং বাবা জোহরের নামাজ পড়তে মসজিদে নামাজে পড়তে যান। প্রথমে শিশু শিয়ামনি বাড়ির পাশে জমা বর্ষার পানিতে তার জুতা ধৌত করতে গিয়ে পানিতে পড়ে যায়, এটি দেখে বড় বোন রামিয়া(৬) তাকে বাঁচাতে গিয়ে সে নিজেও পানিতে পড়ে যায়। পানির পরিমান বেশি থাকাই দুজনেই পানি খেয়ে মৃত্যুবরণ করেন।

এ বিষয় পানিতে জুতা পরে থাকা দেখে বুঝতে পারেন বলে জানান বাবা-মা পানিতে ডুবে যাওয়ার তৎক্ষনাৎ কেউ দেখেনি। সাতার না পারার কারনে পানিতে ডুবে মৃত্যু বরন করেন। 

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে, শিশুদের দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে তারা নিজেরাও শোকাহত হয়ে পড়তে দেখা যায়।

সন্ধ্যায় শিশুদেরকে জানাজা দেওয়ার পর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ভৈরব পৌর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।

SHARE THIS ARTICLE