আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ময়মনসিংহে বাসচাপায় একটি সিএনজি চালিত অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকোন এলাকায় ময়মনসিংহ-জামালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন–টাঙ্গাইল মধুপুরের নুরুল ইসলাম (৩৫), তার স্ত্রী তসলিমা আক্তার (২৮) ও তাদের মেয়ে লিজা আক্তার (১২), একই এলাকার নজল ইসলাম (৫৫), মুক্তাগাছার সাইদুল ইসলাম (৪৫) ও একই এলাকার নজরুল ইসলাম (৪০) এবং সিএনজি চালক মুক্তাগাছার চেচুয়া গ্রামের এবাদুল হক (৩৫)।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, আজ শনিবার বিকেল চারটার দিকে জামালপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চার জন নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত তিন জনকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয় লোকজনের সহায়তায় চালক কামাল হোসেন (৫৫) সহ বাসটিকেও জব্দ করে পুলিশ।
আটককৃত বাস চালককে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম।