যে চমৎকার উপহার নি‌য়ে বাংলা‌দেশ সফ‌রে আস‌ছেন এর‌দোয়ান।

এস,এ,রব : আগামী বছ‌রের শুরুর দি‌কে ঢাকায় অনুষ্টিত ডি-৮ স‌ম্মেলনে যোগ দি‌তে সম্ম‌তি জা‌নি‌য়ে‌ছেন তুর‌স্কের প্রেসি‌ডেন্ট রি‌সেপ তাই‌য়েব এর‌দোয়ান। বুধবার বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী এ,কে, আব্দুল মো‌মন আঙ্কারায় প্রেসি‌ডেন্ট এর‌দোয়া‌নের সা‌থে সাক্ষাৎকা‌লে তি‌নি এই সম্মতি ব‌্যাক্ত ক‌রেন ।পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক বিজ্ঞপ্তি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে যে, এর‌দোয়ান নতুন রাষ্ট্র যুক্ত ক‌রে ডি-৮ সম্প্রসার‌ণের জোড় দি‌য়ে‌ছেন।এ ছাড়া দু‌দে‌শের ম‌ধ্যে বা‌ণিজ‌্য সর্ম্পকের উন্নয়‌নের জন‌্য তি‌নি সু‌নি‌র্দিষ্ট কিছু প্রস্তাব দি‌য়ে‌ছেন। যার ম‌ধ্যে র‌য়ে‌ছে বিদ‌্যমান সুল্ক বাঁধা এ‌ড়ি‌য়ে নতুন পণ‌্য,বস্ত্র ও ওষুধ সহ অন‌্যান‌্য খা‌তে বি‌নি‌য়োগ। উভয় দে‌শের বা‌ণিজ‌্য মেলায় পরস্পর অংশগ্রহণ ক‌রে প্রয়োজনীয় ব‌্যবস্হা গ্রহ‌ণেরও তা‌গিদ দেন এর‌দোয়ান। বাংলা‌দে‌শে তুর‌স্কের আর্থিক সহ‌যো‌গিত‌ায় এক‌টি অত‌্যাধূ‌নিক হাসপাতাল নির্মা‌ণে জ‌মি বরা‌দ্দের জন‌্য এর‌দোয়ান বাংলা‌দেশ সরকার‌কে প্রস্তাব দি‌য়ে‌ছেন ব‌লে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের বরাত দি‌য়ে জানা গে‌ছে।রে‌হিঙ্গা শরণার্থীদের বাংলা‌দে‌শে আশ্রয় দেওয়ার জন‌্য বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার প্রশংসা ক‌রে‌ ব‌লে‌ছেন, এ ব‌্যাপা‌রে তি‌নি দ্বিপক্ষীয় ও আর্ন্তজা‌তিক অঙ্গ‌নে বাংলা‌দে‌শের পা‌শে থাক‌বেন ব‌লে প্রতিশ্রু‌তি ব‌্যক্ত ক‌রে‌ছেন। ক‌রোনা প‌রি‌স্হি‌তি‌তে তুরস্ক থে‌কে প্রয়োজনীয় আরও সহ‌যো‌গিতা পাঠা‌নোর আশ্বাস দি‌য়ে‌ছেন তি‌নি।দু‌দে‌শের পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের ম‌ধ্যে নিয়‌মিত বিরতি‌তে উচ্চ পর্যা‌য়ের পররাষ্ট্র সচীব পর্যা‌য়ের বৈঠক অনু‌ষ্টিত হওয়া‌তে এর‌দোয়ান অত‌্যন্ত সন্তু‌ষ্টি প্রকাশ ক‌রেছেন। তাছাড়া অদুর ভ‌বিষ‌্যতে উভয় পক্ষই উচ্চতর পর্যা‌য়ের নিয়‌মিত আলাপ চালি‌য়ে নেওয়ার জন‌্য ফোরাম গঠ‌নের ব‌্যাপা‌রে তি‌নি একমত হ‌য়ে‌ছেন ব‌লে পররাষ্ট্র মন্ত্রণাল‌য় নি‌শ্চিত ক‌রে‌ছে। বৈঠ‌কে তুর‌স্কের পররাষ্ট্রমন্ত্রী ও উপ‌স্হিত ছি‌লেন।

SHARE THIS ARTICLE