লকডাউন শিথিল করায় সংক্রমণ আবারও বাড়তে পারে, হুঁশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

শিপন দেওয়ান আইরিশ বাংলা পোস্ট ডেস্ক : মহামারি করোনাভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় যেসব দেশে লকডাউন শিথিল বা কড়াকড়ি তুলে নেওয়া হচ্ছে, সেখানে আবারও সংক্রমণ বেড়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল সোমবার সংস্থাটির হেলথ ইমারজেন্সিজ প্রোগ্রামের নির্বাহী পরিচালক ডা. মাইকেল রায়ান এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ আশঙ্কার কথা জানান। তিনি বলেন, ‘বিশ্ব এখনো করোনা মহামারির প্রথম ঢেউয়ের মধ্যে রয়েছে। অনেক দেশেই সংক্রমণ কমলেও মধ্য ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া এবং আফ্রিকায় এর প্রকোপ বাড়ছে।’ রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের হার কমে যাওয়ায় সম্প্রতি যুক্তরাষ্ট্র, চীন, ইতালি, জার্মানি, স্পেনসহ অনেক দেশই লকডাউনের কড়াকড়ি শিথিল করেছে এবং ব্যবসায়িক কার্যক্রম ফের চালু করেছে। এতে সংক্রমণ আবারও বেড়ে যেতে পারে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ প্রসঙ্গে ডা. রায়ান বলেন, ‘মহামারি অনেক সময় ঢেউয়ের মতো আসে। অর্থাৎ যেখানে প্রথম ঢেউ প্রশমিত হয়েছে সেখানে আবারও সংক্রমণ ফিরে আসতে পারে। এ ছাড়া প্রথম ঢেউয়ের মধ্যে কড়াকড়ি দ্রুত তুলে নিলে সংক্রমণের হার আরও বেশি গতিতে বাড়ারও সম্ভাবনা

SHARE THIS ARTICLE