আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ যুক্তরাষ্ট্রে শিশুদের মানসিক স্বাস্থ্যগত চাপ বেড়েছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ডিপার্ট্মেন্ট ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজ (ডিসিএফ) কমিশনার ক্রিস্টিন নরবাট বেয়ার জানান, গত বছরের তুলনায় শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য সাহায্য চেয়ে হটলাইনে কলের সংখ্যা বেড়েছে। বিশেষ করে স্কুলে যাওয়ার আগে শিশুরা মানসিক চাপ অনুভব করায় বাবা-মায়েরা সাহায্য চাইছেন। মার্কিন সংবাদমাধ্যম নর্থ জার্সির এক প্রতিবেদনে এ সকল তথ্য উঠে এসেছে।
করোনাকালে দূরশিক্ষণের মাধ্যমে পড়াশোনার অভ্যস্ত হওয়ায় ব্যক্তিগতভাবে স্কুলে ফিরে আসা শিক্ষার্থীদের জন্য মানসিক চ্যালেঞ্জ বলে উল্লেখ করে কমিশনার আরও বলেন, সকাল বেলা স্কুলের বাস গ্রহণের মত সহজ ব্যাপারটির সাথে খাপ খাওয়ানো শিক্ষার্থীদের জন্য চাপ সৃষ্টি করতে পারে।
ডিসিএফএর প্রতিনিধি জেসন বাটোভস্কি জানান, অভিযোগের প্রেক্ষিতে সাধারণত শিক্ষাবিদেরা শিক্ষার্থীদের সাথে মিলিত হন এবং শিক্ষার্থীদের পিতামাতাকে সহায়তা করতে সক্ষম হন। কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবরে দশ হাজারেরও বেশি কল এসেছে। যার অধিকাংশ-ই সকালে এবং স্কুলে যাওয়ার অনীহা সম্পর্কিত। সংস্থাটি কলের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সহায়তার পরিমাণও বাড়িয়েছেন। এমনকি মাত্র এক ঘন্টার মধ্যে রিসপন্স টিম পাঠানো হয়েছে যাতে শিশুটিকে স্থিতিশীল এবং শান্ত করা যায়।
নিউ জার্সির সাসেক্স কাউন্টির নিউটন স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট কেন গ্রিন বলেন, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ১৮মাসের অস্বাভাবিক সময়ের পর শিক্ষার্থীদের স্কুলের স্বাভাবিক সংস্কৃতিতে ফিরিয়ে আনা। শিক্ষাবিদেরাও একমত হয়েছেন যে, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ের ছন্দে ফিরিয়ে আনা শিক্ষার্থীদের মানসিকভাবে চাপ সৃষ্টি করেছে।
ম্যানচেস্টার রিজিওনাল হাই স্কুলের সুপারিনটেন্ডেন্ট গ্যারি লুবিস্কো জানান, শিক্ষার্থীদের কাউন্সেলিং সহায়তা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সরকার ইতোমধ্যে তিন দফায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য সহায়তা তহবিল সরবরাহ করেছে।