শুন্যতা চারিদিকে

শুন্যতা চারিদিকে

আয়েশা আহমেদ

মেঘলা আকাশ ,ক্ষনে ক্ষনে চারিদিকে ঝড়ছে বৃষ্টি
উতলা হাওয়া ,বিধাতার প্রলয় সৃষ্টি।
দূর্যোগময় আকাশ কি বারতা বয়ে আনে
সেই উৎকন্ঠায় কাটে ,যার নেই কোন মানে

আমার মনের সাথে ,তাল মিলিয়ে চলেছে উড়ে
নাম না জানা বলাকারা নিস্তব্ধ নীলয়ে।
কিসের তরে ব্যাকুল মন জানতে না পায়
বাসনারা পথ খুজে খুজে পথ হারায়।

এখনো আকাশ আবীর ছড়ায়
এখনো বাতাস সৌরভে মাতাল হয়।
সাগরের বালুকাবেলায় মন দিশেহারা ময়,
আজো মন মন্দিরে বেদনার সুরভি ছড়ায়।

কোথায় সে দিনগুলো হারিয়ে গেলো,
অজানার তরে , যেন স্বপ্নের মতো এলোমলো।
সময় গড়িয়ে যায় ,গোধূলির আকাশ ম্লান হয়ে উঠে
কোথাও কিছু নেই,শুধুই শূন্যতা উঠে ফুটে।

SHARE THIS ARTICLE