শ্রীলংকা নিজেকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা দিল

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলংকা রিজার্ভ তলানিতে ঠেকেছে। এর ফলে ৫১ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ শোধ করতে পারবে না বলে জানিয়েছে দেশটি অর্থ মন্ত্রণালয়। কর্মকর্তারা জানিয়েছেন, মহামারি এবং ইউক্রেন যুদ্ধের কারণে ঋণ পরিশোধ করা ‘অসম্ভব’ করে তুলেছে। এতে শ্রীলংকা নিজেকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা দিল। খবর বিবিসি।

এক বিবৃতিতে শ্রীলংকার অর্থ মন্ত্রণালয় জানায়, ১৯৪৮ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে শ্রীলঙ্কার ঋণ পরিশোধের ‘নিখুঁত রেকর্ড’ রয়েছে। সোমবার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে শ্রীলংকার আর্থিক অবস্থানের অবনতি হয়েছে যাতে বৈদেশিক সরকারি ঋণ পরিশোধের বাধ্যবাধকতা অনুসরণ করা অসম্ভব হয়ে পড়েছে।তাই যেসব বিদেশি সরকার ও সংস্থা বিভিন্ন সময় শ্রীলংকাকে ঋণ দিয়েছে, তারা চাইলে আজ থেকে সে ঋণকে ক্যাপিটালাইজ করতে পারে। অর্থাৎ প্রাপ্য সুদের পরিমাণকে মূলধনের সঙ্গে যোগ করে দিতে পারে অথবা ঋণের অর্থ শ্রীলঙ্কান রুপিতে পরিশোধের বিকল্প বেছে নিতে পারে।

জরুরি ভিত্তিতে পণ্য আমদানির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শেষ হয়ে আসায় এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছে দেশটির সরকার। এই উদ্যোগকে ‘শেষ ভরসা’ হিসেবে বিবৃতিতে উল্লেখ করেছে অর্থ মন্ত্রণালয়। যাতে দেশের অর্থনৈতিক পরিস্থিতির আরো অবনতি না হয়। এতে বলা হয়, শ্রীলংকার তাৎক্ষণিকভাবে নিজেকে ঋণ খেলাপি ঘোষণা করার অর্থ হলো- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তায় একটি পুনরুদ্ধার কর্মসূচি শুরুর প্রাক্কালে সকল ‘ঋণদাতার সঙ্গে ন্যায্য এবং ন্যায়সঙ্গত আচরণ’ নিশ্চিত করা।

শ্রীলঙ্কায় গ্রেপ্তার ৪৫, কারফিউ প্রত্যাহার

শ্রীলংকার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে আইএমএফের এক মূল্যায়নে বলা হয়েছে, শ্রীলংকার ঋণ দেয়া টেকসই হবে না। অর্থনীতিকে সঠিক রাস্তায় ফেরাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি ঋণ কর্মসূচি নিয়ে আগামী সপ্তাহে আলোচনায় বসবে কলম্বো।

গত বছর আন্তর্জাতিক রেটিং সংস্থাগুলো শ্রীলঙ্কার ক্রেডিট রেটিং কমিয়ে দেয়, ফলে দেশটি তাদের জন্য অত্যন্ত জরুরি নতুন ঋণ নিতে ব্যর্থ হয়। এরই মধ্যে ভারত ও চীনের কাছ থেকে ঋণ রেয়াত চেয়েছে শ্রীলংকা, কিন্তু উভয় দেশ এর পরিবর্তে শ্রীলংকাকে ধারে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দিয়েছে।

SHARE THIS ARTICLE