শ্রীলঙ্কার বিপক্ষেই দলে ফিরছেন সাকিব।

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ অক্টোবরের ২৯ তারিখে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের আইসিসি কর্তৃক দেওয়া নিষেধাজ্ঞা শেষ হবে। এই অক্টোবরের ২৪ তারিখ শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না কিন্তু বাকিগুলোতে নিষেধাজ্ঞা থাকছে না। তাহলে সাকিব কি শ্রীলঙ্কার বিপক্ষেই ফিরছেন, শ্রীলঙ্কা সফরেই সাকিব ফিরবেন কি না এই নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে বেশ কদিন ধরে আলোচনা চলছেন। কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছিলেন, সাকিবের ফেরা নিয়ে আলোচনা হয়ে তবে চুড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Ton-up Shakib Al Hasan, Mahmudullah steer Bangladesh to dramatic ...

এবার খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন সাকিব ফিরবেন শ্রীলঙ্কা সিরিজে।গত কাল শনিবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের ফেরা নিয়ে পাপন বলেন, ‘যখনই তার (সাকিবের) নিষেধাজ্ঞা উঠে যাবে তারপরই সে আমাদের সাথে খেলতে পারবে। আমরা সবাই অধীরে আগ্রহে বসে আছি সে কবে ফিরবে বাট (কিন্তু) এটার সঙ্গে তার ফিটনেস এবং তার প্রস্তুতির ব্যাপার আছে। সেজন্য ও (সাকিব) ওর মতো করে অনুশীলন করবে। এ মাসেই সে চলে আসবে এবং অনুশীলন করবে। আশা করছি সে ফিট থাকবে, সবই থাকবে এবং আমাদের সঙ্গে শ্রীলঙ্কায় জয়েন করতে পারবে এবং খেলতে পারবে।’

SHARE THIS ARTICLE