সংসদে শুরু হয়েছে বাজেট পাসের কার্যক্রম

শিপন দেওয়ান আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ সংসদের মুলতবি বৈঠক শুরু হয়েছে গতকাল মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় শুরু হওয়া এ বৈঠকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করছেন। বৈঠকে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশন শুরুর পর নতুন অর্থ বছরের বাজেট পাসের কার্যক্রম শুরু হয়েছে। অধিবেশন শুরুতে ২০২০-২১ সালের জন্য প্রস্তাবিত বাজেটের উপর আনীত ছাটাই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রী পরিষদ বিভাগের জন্য বরাদ্দ প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে অন্য মন্ত্রীরা তাদের স্ব স্ব মন্ত্রণালয়ের প্রস্তাব উত্থাপন করেন। কন্ঠভোটে সে সকল প্রস্তাব গ্রহণ করা হয়। সর্বশেষ নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে বাজেট পাস হবে। করোনা পরিস্থিতির মধ্যে কঠোর স্বাস্থ্যবিধি মেনে গত ১০ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়।গতকাল মঙ্গলবার বাজেট পাসের পর অধিবেশন মূলতবি করা হবে।

SHARE THIS ARTICLE