সউদী বাদশা সালমান হাসপাতালে ভর্তি

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মেডিকেল টেস্টের জন্য রিয়াদে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি হয়েছেন সউদী আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সউদ । সোমবার খুব ভোরে রয়েল কোর্ট এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ওই বিবৃতি প্রকাশ করেছে সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সউদী প্রেস এজেন্সি (এসপিএ)। এতে বলা হয়, গলব্লাডার বা পিত্তথলির প্রদাহের কারণে বাদশাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কিছুই বলা হয় নি। এ খবর দিযেছে অনলাইন আরব নিউজ

SHARE THIS ARTICLE