সিলেট মেয়র আরিফ করোনায় আক্রান্ত

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ওসমানী মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাব থেকে পাঠানো দৈনিক করোনা শনাক্তের তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘উপসর্গ দেখা দেওয়ায় আজ (বৃহস্পতিবার) সকালে মেয়র আরিফের স্যাম্পল ওসমানীর ল্যাবে পাঠানো হয়। রাতে পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে বলে জানানো হয়।সামান্য জ্বর ও শরীরে ব্যাথা থাকলেও মেয়রের শারীরিক অবস্থা ভালো রয়েছে।’

মেয়র আরিফ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানান ডা. জাহিদ।

গত ২ জুন মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

এদিকে, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানেরও করোনা পজিটিভ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ডা. জাহিদুল।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার হাসপাতালের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সিসিক মেয়র ও প্রধান প্রকৌশলীসহ ২৯ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।

SHARE THIS ARTICLE