আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃসৌদি আরবের যুদ্ধাপরাধের মুখে জাতিসংঘের নিরাপত্তা তীব্র সমালোচনা করেছে ইয়েমেন। পাশাপাশি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার আহ্বান জানিয়েছে সানা।
ইয়েমেনের আল-যাওফ প্রদেশে সৌদি আরব ও তার মিত্ররা কয়েক ডজন বেসামরিক মানুষ হত্যা করার পর এই আহ্বান জানানো হলো। হতাহতদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে।
সাম্প্রতি ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৬,৭০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে যার মধ্যে ৩৭৫০ টি শিশু এবং ২৩৭০ জন নারি নিহত হয়েছে। এছাড়া, সৌদি আগ্রাসনে ২৬,১০০ মানুষ আহত হয়েছে।
এর বাইরে সৌদি নেতৃত্বাধীন অমানবিক অবরোধের কারণে হাজার হাজার মানুষ মারা গেছে। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আল-যাওফ প্রদেশের ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর প্রচার করেছে।