সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রেমিটেন্স যোদ্ধা ফেনীর নোমান(২৪) নিহত

এ,কে,আজাদ-আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গত শনিবার (৪ জুলাই) রাতে গাড়িতে করে সৌদি আরবে রাজধানী রিয়াদ থেকে পশ্চিমে জিজান শহরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা যান আবদুল্লাহ আল নোমান (২৪)।  

ভাগ্যবদলের আশায় বছর দেড়েক আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। ফেনী জেলা সদরের কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে নিহত যুবকের জন্ম । তার বাবার নাম সেলিম এবং মা ফাতেমা।

রোববার (৫ জুলাই) বিকেলে নিহতের মামাতো ভাই জিয়াউদ্দিন ফারুক আইরিশ বাংলাপোষ্টকে বিষয়টি নিশ্চিত করেন।   

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফেনীর তরুণ নিহত

জিয়াউদ্দিন ফারুক জানান, কোম্পানির পক্ষ থেকে নোমানের মৃত্যুর বিষয়টি পরিবারকে জানানো হয়েছে।কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়, শনিবার রাতে সড়ক দুর্ঘটনার পর নোমানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন হাসপাতালে খোঁজ করে সন্ধ্যায় একটি হাসপাতালে তার মরদেহের খোঁজ মেলে। গাড়িতে নোমানের সঙ্গে ড্রাইভারসহ আরও দুজন যাত্রী ছিলেন। বাকি দুজনও নিহত হয়েছেন। গাড়ির ড্রাইভার মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন।  

সড়ক দুর্ঘটনায় এই তরুণের এমন মর্মান্তিক মৃত্যুতে তার গ্রামের বাড়ি ও বন্ধু-স্বজন মহলে শোকের ছায়া নেমে এসেছে। কে কাকে কী বলে শান্তনা দেবে! শান্তনা দেওয়ার ভাষা হারিয়ে সবাই নিস্তব্ধ।

SHARE THIS ARTICLE