হায়রে প্রবাস জীবন

হায়রে প্রবাস জীবন

-এ,কে, আজাদ

সুখের সময় কাছে আসে
দূঃখের সময় পালায়,
জীবন যৌবন সবই গেল
প্রবাস জীবন জ্বালায়।

আর কতদিন জ্বলবো আমি
আসবে ফিরে প্রাণ,
দেশের জন্য লড়ছি আমি
গড়ছি দেশের মান।

SHARE THIS ARTICLE