অভিবাসী ঠেকাতে ম্যাক্রোঁর সহায়তা চাইলেন সুনাক

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে অভিবাসীর ঢল ঠেকাতে ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁর কাছে সহায়তা চাইলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুক্রবার ফরাসি ম্যাক্রোঁর সঙ্গে প্রথমবারের মতো ফোনে কথা বলেছেন তিনি।

ফোনালাপে সুনাক বলেন, ফ্রান্সের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক কয়েক শতাব্দী ধরে চলমান। দুই দেশ ইউক্রেন সংকট থেকে শুরু করে জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে।

A fish fight between Britain and France | The Economist

ফোনালাপে এই দুই রাষ্ট্র প্রধানের মূল আলোচনা ছিল চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে আসা অভিবাসীদের নিয়ে। এই বিষয়ে যুক্তরাজ্য ফ্রান্সের একান্ত সহযোগিতা চেয়েছে।

যুক্তরাজ্যের রক্ষণশীল সরকার ব্রেক্সিটের পর থেকেই ব্রিটেনের মূল ভূখণ্ড থেকে অভিবাসন প্রবাহ কমানোর প্রয়োজনীয়তা সম্পর্কে বারবার প্রতিশ্রুতি দিয়ে আসছে। কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষ অনিয়মিত উপায়ে চ্যানেল পারাপারের চেষ্টাকারী লোকের সংখ্যা কমাতে খুব বেশি কিছু করতে পারেনি।

ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে বলেছে, ‌‘প্রধানমন্ত্রী সুনাক চ্যানেল রুটকে মানবপাচারকারীদের সম্পূর্ণরূপে দুর্গম করে তুলতে উভয় দেশের ভূমিকার উপর জোর দিয়েছেন। নেতৃবৃন্দ সংগঠিত অপরাধীদের সহায়তা করে এমন ঝুঁকিপূর্ণ পারাপারকে নিরুৎসাহিত করতে তাদের অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন।”

এমানুয়েল ম্যাক্রোঁ ফ্রান্স এবং যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে গভীর করতে প্রতিরক্ষা, কৌশলগত নিরাপত্তা এবং জ্বালানির মতো বিষয়ে কাজ করার বিষয়ে নিশ্চয়তা প্রদান করেছেন।

বৃটিশ সরকার ইতিমধ্যেই ফরাসি কর্তৃপক্ষকে আর্থিকভাবে সাহায্য করছে যাতে ফরাসি উপকূল থেকে অবৈধ প্রস্থান কমিয়ে আনা যায়।

কিন্তু নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ বিষয়ে আরও এক ধাপ এগিয়ে যেতে চান। তিনি ফরাসি উপকূল থেকে আটক হওয়া নৌকা এবং উত্তর ফ্রান্সে ফরাসি বাহিনীর সাথে যৌথ টহলের লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছাতে চান বলে জানা গেছে।

SHARE THIS ARTICLE