আবারো নির্বাচনে লড়বেন মাহাথির মোহাম্মদ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মালয়েশিয়ার আগামী ১৫তম জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার ও সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এ লক্ষ্যে নতুন দল গড়েছেন তিনি।  নতুন দল গেরাকান তানাহ এয়ার (জিটিএ) নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন মাহাথির।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে বেরজাসা আয়োজিত ২০২২ জাতীয় পরিষদের উদ্বোধনের পর একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহাথির মোহাম্মদ।

আমি প্রধানমন্ত্রিত্ব চাই না: মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে।

মাহাথির মোহাম্মাদ আশা করেন শিগগিরই দেশটির ক্ষমতাসীন সরকার জাতীয় নির্বাচনের আয়োজন করবেন। তার নতুন দলের নাম গেরাকান তানাহ এয়ার এবং তিনি এই দলের চেয়ারম্যান। সরকার যদি এখন অথবা বছরের শেষে নির্বাচন আয়োজন করে তাহলে নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠ আসন না পেলেও তার দল সবচেয়ে বেশি সংখ্যক আসন পাবে বলেও জানান ডা. মাহাথির। তারপর জোট গঠন করে সরকার গঠন করার কথা জানিয়েছেন তিনি।

মাহাথির মোহাম্মদের উত্থান-পতনের গল্প | প্রথম আলো

আধুনিক মালয়েশিয়ার এই স্থপতি আরো বলেন, আমরা প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত এবং আমরা মালয়েশিয়ার সবকটি আসনে প্রার্থী দেব। দেশের ৫০ শতাংশ আসনে জয় না পেলেও আমরাই হব বিজিত বড় দল। জোট সরকার গঠন করতে সক্ষম করার জন্য জিটিএ সারাদেশে ১২০টি পর্যাপ্ত আসন দিয়ে অধিকাংশ আসনে জয় নিশ্চিত করবে।

মালয়েশিয়ার নির্বাচন: ৯২ বছর বয়সী মাহাথির কি পারবেন ক্ষমতায় ফিরতে? - BBC  News বাংলা

জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মাহাথির মোহাম্মদ বলেন, মনে হচ্ছে ক্ষমতাসীন সরকার খুব শিগগিরই অথবা এ বছরের নির্বাচন আয়োজন করতে পারবে না। কারণ সামনে জাতীয় বাজেট রয়েছে। এই বাজেট ঘোষণার আগে সাধারণ নির্বাচন আয়োজন সম্ভব নাও হতে পারে।

SHARE THIS ARTICLE