আমিতো শুধু তোমারই

“আমিতো শুধু তোমারই”
ড. মোঃ সানাউল হক ইমন

অরূপ রূপের চাহনিতে চিরচেনা তুমি,
সরিয়েছি দূরে আরও ওগো মধ্যমনি।

বাঁধন করেছো আমায় ফুলের মায়া দিয়ে,
ভাঙন দিয়েছি আরও কাটার চূর্ণ নিয়ে।

আমার দেয়া আঘাতে সিক্ত হও তুমি,
প্রতিবার ভেঙেছি আমি তোমার বাঁকধ্বনি।

তোমারে নিয়েছি আমি যাতনার তলে,
ডুবায়েছি বারে বারে নয়নভেজা জলে।

ছাড়তে চাওনা তুমি তবুও যাই চলে,
একা হয়ে থেকে রই হৃদয়ের খোঁজে।

লুকায়িত হাসির খোলসে আমি যেন সবারই,
অভিমানে বলা হলোনা “আমিতো শুধু তোমারই”।

সময়কাল: ২৮.০৩.২০২১ (১৪ চৈত্র ১৪২৭)

SHARE THIS ARTICLE